মার্চেন্ডাইজিং ও গার্মেন্টস শিল্প

 গার্মেন্টস এখন অতি উন্নতমানের শিল্প হিসেবেই স্বীকৃত । কারণ , বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার মাধ্যমেই সবচেয়ে বেশি বিদেশী মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে । একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করার জন্য বৈদেশিক মুদ্রার ফ্লো অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর সেটার সিংহভাগ পূরণ করছে গার্মেন্টস ব্যবসার মাধ্যমে । এই কারণে গার্মেন্টস শিল্প এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বলেন বিভাগে কাজ করার সুযোগের পাশাপাশি সৃষ্টি হয়েছে উপার্জনের নানা ধরনের ক্ষেত্র। যার ফলে শিক্ষিত - অর্ধশিক্ষিত এমনকি একেবারে অশিক্ষিত কর্মীরাও গার্মেন্টসের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে সৎ পথে উপার্জন করতে পারছে । এবং তারা তাদের নিজেদের ও পারিবারিক অর্থনৈতিক চাহিদা মেটাতে পারছেন । 


আজ একটি বিষয় সকলের কাছেই স্পষ্ট হয়ে উঠেছে যে , আমাদের দেশের তৈরি পোশাকের চাহিদা বিদেশে প্রচুর । এর চাহিদা দিন দিন আরও অনেক বৃদ্ধি পাচ্ছে । এবং প্রতিটি পোশাক কারখানাতেই অভিজ্ঞ মার্চেন্ডাইজার দরকার হয়। এ কারণেই মার্চেন্ডাইজিং একটি চাহিদা সম্পন্ন সন্মান জনক পেশা। এ পেশায় রয়েছে আয়ের যথেষ্ট সুযোগ । তাই এ পেশার ব্যপারে মানুষের আগ্রহ বাড়ছে দিন দিন । 


তৈরি পোশাকশিল্পে বাংলাদেশে কাজের অনেক সুযোগ রয়েছে । এই শিল্পে পেশা বলতে উৎপাদনবিষয়ক কাজগুলোই আমাদের কাছে বেশি পরিচিত । তবে উৎপাদন ছাড়াও এখানে অন্য বেশ কিছু ধরনের কাজের সুযোগও রয়েছে । 


পোশাক শিল্পে উৎপাদিত পণ্যের মান যেমন গুরুত্বপূর্ণ , তেমনি ব্যবসায়িক স্বার্থে এর উপস্থাপনটাও বেশ দরকারি। সেই সঙ্গে আছে পারিপার্শ্বিক আরও কিছু বিষয় । পোশাকের আমদানি কারকেরা এখন শুধু পণ্যই দেখে না। পণ্যের পাশাপাশি গুনগত মান ও অন্যান্য বিষয়ে ওদের কিছু চাহিদা থাকে।


Comments

Popular posts from this blog

চেতনায় গার্মেন্টস

কোয়ালিটি ইন্সপেক্টর ও সুপারভাইজারের কাজ এবং তাদের সম্পর্ক