কোয়ালিটি ইন্সপেক্টর ও সুপারভাইজারের কাজ এবং তাদের সম্পর্ক

 নতুন কোন স্টাইল এর কাজ লাইনে আসার পূর্বে উক্ত স্টাইলের সমস্ত কাগজ পত্র  বুঝে নিয়ে তার কোয়ালিটি ইন্সপেকশন করা। এবং একটি প্রোডাক্টের গুনগত মান চেক করে নিয়মিত প্রসেসিং রিপোর্টে করা । উৎপাদিত পণ্যের গুনগত মান চেক করার আগে প্রোডাক্ট সম্পর্কে ভালো ভাবে অবগত হওয়া। অল্টার খুঁজে বের করা এবং ঠিক করার জন্য সংশ্লিষ্ট সুপারভাইজারকে অবগত করা । লাইনে কাজ করতে কোন সমস্যা হলে সাথে সাথে কোয়ালিটি কন্টোলার / সুপারভাইজারকে জানানো । যদি কোন প্রসেসে অল্টার বেশি হয় তবে সে ব্যাপারে কোয়ালিটি কন্ট্রোলারকে জানানো এবং তার নির্দেশ মোতাবেক কাজ করা। 


পোশাক Input থেকে শুরু করে প্রতিটি আইটেম সুষ্ঠ ভাবে পরিচালনা করা সুপারভাইজারের কাজ।  আর উৎপাদিত  পোশাকের গুনগত মান সঠিক আছে কিনা তা যাচাই করা কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ । সুতরাং এদের মধ্যে সম্পর্ক ভালো থাকার কথা নয়। কারণ  সুপারভাইজার চাইবে যেনতেন করে তাড়াতাড়ি উৎপাদন করা যায় । আর কোয়ালিটি ইন্সপেক্টর চাইবে উৎপাদনের  গুনগত মান সঠিক রাখার জন্য । এর ফলে দু ' জনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় । যদিও তারা একই গার্মেন্টস ফ্যাক্টরীর কর্মচারী। কিন্তু কাজের সময় প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজ করতে হয় । 


প্রতিষ্ঠান ব্যাক্তি মালিকানা হোক বা সরকারি মালিকানা হোক একটি কথা সব সময় প্রত্যেকের মনে রাখা উচিত । উৎপাদনই উন্নতির চাবিকাঠি । উৎপাদন না হলে  উন্নতি সম্ভব নয় । তাই যদিও সুপারভাইজারের কোয়ালিটি ইন্সপেক্টরের সাপে - নেউলে সম্পর্ক তার পরও সব সময় কাজ ও একে - অপরের  দিকে খেয়াল রাখলে উৎপাদন বেশি হবে এবং গুনগত মানও ভালো হবে । 



Comments

Popular posts from this blog

চেতনায় গার্মেন্টস

মার্চেন্ডাইজিং ও গার্মেন্টস শিল্প