চেতনায় গার্মেন্টস

 বাংলাদেশ গার্মেন্টস শিল্প প্রধান একটি  দেশ। গার্মেন্টস শিল্প আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি । দেশের  বৈদেশিক আয়ের শতকরা ৮০ ভাগই আসে গার্মেন্টস পন্য রপ্তানি থেকে । বাংলাদেশের গার্মেন্টস শিল্প সারা বিশ্বে একটি শক্তিশালী ভিত গড়ে তুলেছে। পোশাক যেমন বস্র চাহিদা পূরণের পাশাপাশি মানুষকে সভ্য করে তোলে ,  তেমনি  পোশাক শিল্পের সাথে জড়িতদের অন্নের চাহিদা পূরণকেও নিশ্চিত করে ।  আশির দশকে শুরু হওয়া এ শিল্প এ দেশের অর্থনৈতিক ভিত তৈরিতে কত বেশি  অবদান রেখেছে । তা সংক্ষিপ্ত  লেখনিতে প্রকাশ করা সম্ভব নয়। বিজিএমইএ - র হিসেব অনুযায়ী বর্তমানে এদেশে  পাঁচ হাজারেরও অধিক গার্মেন্টস কারখানা ছড়িয়ে- ছিটিয়ে রয়েছে । এবং  তার চেয়ে বেশি সংখ্যক অফিস -আদালত  ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই শিল্পকে কেন্দ্র করে।  যেখানে দেশের বিশাল জন সমুদ্রের কর্মসংস্থানের পাশাপাশি বিদেশিদেরও কর্ম ক্ষেত্রের সুযোগে সৃষ্টি করেছে ।  জাতীয় রপ্তানিতে অবদান রেখেছে ৮০ % ,  এ শিল্প যেন শিল্প নয় সৌভাগ্যের স্বর্গদূত ।  এবং এ স্বর্গদূত শুধু অর্থনীতিতে নয় শিক্ষা ক্ষেত্রেও নীরব বিপ্লব ঘটিয়েছে ।  


ইউরোপের শিল্প বিপ্লব নিঃসন্দেহে যুগান্তকারী ঘটনা কিন্তু ,  বাংলাদেশে গার্মেন্টস শিল্পের বিপ্লব গল্পের হালকা বিষয় নয়। গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নত করতে  , বেতন বৃদ্ধি , কাজের পরিবেশ উন্নত ,  তাদের জীবনের নিরাপত্তা  সহ বলেন বিভিন্ন বিষয়ে কঠোরভাবে তদারকি করতে হবে ।  

তাজরিন , স্পেকট্রাম ও রানা প্লাজা  গার্মেন্টস ফ্যক্টরিগুলোতে যেসব শ্রমিক নিহত ,  আহত  ও নিখোঁজ হয়েছে ,  তাদের ক্ষতি পূরনের ব্যপারে সরকার  বিজিএমইএ  কে নির্দেশ প্রদান  করেছে । এ শিল্প আমাদের উজ্জ্বল ভবিষ্যতের ইশারা । এ শিল্পকে নিয়ে কেউ যেন কোন রাজনীতি করতে না পারে ।  এবং এ শিল্প  যেন কোন  অপরাজনীতির স্বীকার না হয়।  সেদিকে  আমাদের সবার নজর  দেওয়া  উচিত । 



Comments

Popular posts from this blog

কোয়ালিটি ইন্সপেক্টর ও সুপারভাইজারের কাজ এবং তাদের সম্পর্ক

মার্চেন্ডাইজিং ও গার্মেন্টস শিল্প